‘পানামা পেপার্স’ বিতর্কে সাইফ-কারিনা

‘পানামা পেপার্স’ বিতর্কে এর আগে জড়িয়েছে ‘বিগ বি’ অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। এবার এ বিতর্কে নাম যোগ হলো কারিনা কাপুর এবং সাইফ আলী খানের।

এক প্রতিবেদনে জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পুনে ফ্র্যাঞ্চাইজির জন্য নিলামে অংশ নিয়েছিল পি-ভিশন স্পোর্টস নামে একটি সংগঠন। এই পি-ভিশন স্পোর্টসের অংশীদার ছিলেন সাইফ আলী খান, কারিনা কাপুর, ভেনুগোপান ধুতের ২ টি সংস্থা এবং পুনের চোরদিয়া গ্রুপ। এখন অভিযোগ উঠেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের একটি সংস্থা অবডুরেট লিমিটেডের নামে অবৈধভাবে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা।

এই অংশীদারিত্বে ৩৩ শতাংশ অংশীদারিত্ব ছিল চোরদিয়া পরিবারের। ৪.৫ শতাংশ অংশীদারিত্ব কারিনা এবং কারিশমার। ৯ শতাংশ করে অংশীদারিত্ব ছিল সাইফের এবং মনোজ এস. জেইনের। এছাড়া ভেনুগোপাল ধুতের ২৫ শতাংশ এবং আবডুরেট লিমিটেডের ১৫ শতাংশ অংশীদারিত্ব ছিল।

কিন্তু এ বিষয়ে ভেনুগোপাল ধুত জানিয়েছেন, পি-ভিশন স্পোর্টসে তার শুধু ২৫ শতাংশ অংশীদারিত্ব ছিল। তবে অবডুরেট লিমিটেডের বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে অতুল চোরদিয়া জানিয়েছেন পি-ভিশনে অবডুরেট লিমিটেডের কোনো অংশীদারিত্ব নেই। তার কোম্পানিই পি-ভিশন স্পোর্টসের পুরো মালিক।

এ বিষয়ে কারিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি শহরের বাইরে আছেন বলে জানানো হয় তার অফিস থেকে। সাইফের সঙ্গে মেসেজ বা ই-মেইল যোগাযোগ করা হলে কোনোটিতেই তাকে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।

এর আগে এক প্রতিবেদনে জানা যায়, মোজাক ফনসেকা নামে পানামার একটি সংস্থা বিশ্বের ধনী ব্যক্তিদের টাকা আইনের ফাঁক গলিয়ে গোপন করতে সাহায্য করে। যে সমস্ত দেশে করের হার কম সেখানে বিনিয়োগ দেখিয়ে ধনীদের সম্পদ গোপন করতে সাহায্য করে এই সংস্থা।

সম্প্রতি ফাঁস হয়েছে এই সংস্থার প্রায় ১কোটি ১০ লাখ নথি। যাকে ‘পানামা পেপারস’ বলে উল্লেখ করা হচ্ছে। তাতে রয়েছে অন্তত ৫০০ জন ভারতীয় নাগরিকের নাম।
‘পানামা পেপার্স’ বিতর্কে সাইফ-কারিনা ‘পানামা পেপার্স’ বিতর্কে সাইফ-কারিনা Reviewed by Chef on 7:44:00 PM Rating: 5

No comments: