পহেলা বৈশাখে ইমরানের নতুন একক অ্যালবাম

ভালোবাসা দিবসের পর এবার নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক ইমরান। আসছে পহেলা বৈশাখেই এসব গানের একটি বিশেষ অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে হাজির হচ্ছেন তিনি।

তিনটি গান নিয়ে তৈরি এই একক অ্যালবাম। ফয়সাল রাব্বিকীনের কথায় এ অ্যালবামের সব গানেরই সুর-সংগীতায়োজন করছেন ইমরান নিজে। ঈগল মিউজিকের ব্যানারে কয়েকদিনের মধ্যে এটি প্রকাশ পাবে। এরই মধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। রোমান্টিক ও সেড ঘরানার গান দিয়ে সাজানো হয়েছে ইমরানের এ অ্যালবাম।

এ বিষয়ে ইমরান বলেন, ‘এই অ্যালবামে তিনটি গান করেছি। এগুলো অনেক সময় নিয়ে করা। কোরবানি ঈদের পর পরই এর পরিকল্পনা হয়েছিলো ঈগল মিউজিকের সঙ্গে। আস্তে ধীরেই এর জন্য গান তৈরি করেছি। সময়টাকে প্রাধান্য দিয়ে নিজের স্টাইলেই গানগুলোর সুর ও সংগীত করেছি। তিনটি গানই তিন রকমের। আমার মনে হয় গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

অ্যালবামের গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, ‘আমি ও ইমরান বরাবরের মতো নিজেদের সেরাটাই এই অ্যালবামে দেয়ার চেষ্টা করেছি। রোমান্টিক ও সেড ঘরানার গান স্থান পেয়েছে এখানে। গানের ধরনেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

অ্যালবাম প্রকাশের পাশাপাশি একটি গান ভিডিও আকারেও খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানা গেছে। এ অ্যালবামের গানগুলো হলো- ‘একই পথে চলনারে’, ‘বাহুডোরে’ এবং ‘তোরই এক ঈশারায়’।
পহেলা বৈশাখে ইমরানের নতুন একক অ্যালবাম পহেলা বৈশাখে ইমরানের নতুন একক অ্যালবাম Reviewed by Chef on 7:38:00 PM Rating: 5

No comments: