
নিজের নামে ওয়েবসাইট চালু করলেন অভিনয়শিল্পী মৌটুসি বিশ্বাস। এখন থেকে এই ওয়েবসাইটে তাঁর কাজের খোঁজখবরসহ নানা কিছু জানা যাবে। একই সঙ্গে পাওয়া যাবে মৌটুসি অভিনীত বিভিন্ন নাটকের লিংক। সদ্য চালু হওয়া এই সাইটে এখন রয়েছে মৌটুসির উল্লেখযোগ্য কাজ নিয়ে নির্মিত ‘শো রিল’। তাঁর সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ফিচার, সাক্ষাৎকার ইত্যাদি। নিজের ওয়েবসাইট চালু প্রসঙ্গে এ অভিনয়শিল্পী বলেন, ‘আমার কাজগুলো এক জায়গায় নিয়ে আসতে এবং যাঁরা আমার সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এই সাইট। তবে এখনো পুরো কাজ শেষ হয়নি। নিজের বাড়ির মতো করে ওয়েবসাইটটাও গোছাচ্ছি।’ মৌটুসির ওয়েবসাইটের ঠিকানা www.moutushibiswas.com
মৌটুসি বর্তমানে ব্যস্ত আছেন বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটকের অভিনয় নিয়ে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে মৌটুসি অভিনীত কৃষ্ণপক্ষ চলচ্চিত্র।










মৌটুসি বিশ্বাস ডটকম
Reviewed by Chef
on
3:19:00 PM
Rating:

No comments: