
অভিনয়ের পাশাপাশি ব্যবসাকেও পেশা হিসেবে নিয়েছেন অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন অহনা। এতদিন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে রূপচর্চা। ‘অহ-মি’ নামে একটি বিউটি পার্লার চালু করছেন তিনি। ১৩ জানুয়ারি থেকে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হবে। নাটক ও চলচ্চিত্রে নিয়মিতই অভিনয় করেন অহনা। কিন্তু হঠাৎ করেই ব্যবসার প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। তবে কী অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি? এমন প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘অভিনয় আমার আত্মার সঙ্গে মিশে আছে। এটা ছেড়ে কোথাও যাব না। প্রতি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নেই। নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেটা নিয়েও সময় কাটানো যায়। নিজের ভবিষ্যৎ চিন্তা করেই ব্যবসার প্রতি মনোযোগী হয়েছি। আশা করছি ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি বিউটি পার্লার ব্যবসায়ও সফল হব।’ প্রসঙ্গত, অহনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’। এতে তার বিপরীতে অভিনয় করেন সাইমন। খণ্ড নাটকে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি প্রচার চলতি ধারাবাহিক নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। ধারাবাহিকগুলো হচ্ছে ‘নোয়াশাল’, ‘রূপালী প্রান্তর’, ‘মহাগুরু’, ‘কমেডি ৪২০’, ‘শান্তি অধিদপ্তর’, ‘আয়নাঘর’। শিগগিরই নতুন ছবির সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন তিনি।
অহনার নতুন ব্যবসা
Reviewed by Chef
on
5:54:00 AM
Rating:

No comments: