
গত তিন বছর ধরে বলিউডের কোন ছবিতে দেখা যায়নি আয়েশা তাকিয়াকে। এই সময়ে স্বামী ফারহান আজমী ও পুত্র মিকাইল আজমীকে নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যে অনেকবার মিডিয়ার মুখোমুখি হয়ে আয়েশা জানিয়েছিলেন বলিউডে আবারও কাজ করবেন। তবে বক্তব্য পর্যন্তই সীমাবদ্ধ থেকেছেন তিনি। অবশেষে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানালেন বলিউডে আর কাজ করবেন না তিনি। আয়েশা তাকিয়া ভক্তদের জন্য এটি খারাপ খবর হলেও নিজের এই সিদ্ধান্তে বেশ সন্তুস্ট এ অভিনেত্রী। একটি বলিউডভিত্তিক চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে নিজের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। এ বিষয়ে আয়েশা তাকিয়া বলেন, আসলে আমি সংসার ও ব্যবসায় সময় দিতে চাই। আর সেটা হলে বলিউডকে বিদায় জানানো ছাড়া কোন পথ নেই। যে কাজটি করবো তাতে আমি শতভাগই দিতে চাই। দুই নৌকায় পা বাড়াতে চাই না। আর তার জন্যই পরিবারের সঙ্গে আলোচনা করে বলিউডে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ জগতটির প্রতি ভালোবাসা আমার আজীবনই রয়ে যাবে।
বলিউডকে আয়েশা তাকিয়ার বিদায়
Reviewed by Chef
on
5:42:00 AM
Rating:

No comments: