অফিসে যাওয়ার পারফেক্ট লেডিস ব্যাগ


অফিসের জন্য মেয়েদের পোশাক যেমন আলাদা হতে হয়, তেমনি পার্থক্য রাখা দরকার ব্যাগের ক্ষেত্রেও। ব্যাগ জিনিসটা প্রত্যেক মেয়েরই পছন্দের। সেটি অফিস ব্যাগ হোক কিংবা রেগুলার ব্যবহার, বা পার্টি, হাতের ব্যাগটি হতে হবে জমজমাট। সবার নজর থাকা চাই ব্যাগটির উপর। কিন্তু অফিস যাওয়ার সময় যে কোনও ব্যাগ নিলে চলবে না। ব্যাগটি যেমন স্টাইলিশ হতে হবে, তেমনই প্রফেশনাল লুকও থাকা চাই। তাই অফিস ব্যাগ কেনার আগে দেখে নিতে হবে এইসব বিষয়গুলি –
– ব্যাগ বেছে নিন আপনার প্রয়োজন অনুযায়ী। কোন সাইজের হলে আপনার জন্য ভালো, তা দেখে নিতে হবে। ছোট ব্যাগটির মধ্যে ঠাসাঠাসি করে জিনিস না নেওয়াই ভালো। তেমন বুঝলে বড় ব্যাগ ব্যবহার করুন।
– অফিস ব্যাগ বলে কথা। তাই রঙের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে হালকা রং বেস্ট। বেশি জমকালো রং একেবারেই মানানসই নয় অফিসে।
– ব্যাগের উপর অনেক সময় আঁকিবুকি ও বড় করে লেখা ব্র্যান্ড লোগো থাকে। এগুলো এড়িয়ে চলাই ভালো। সিম্পল অথচ ফ্যাশনেবল, এমন ব্যাগ বেছে নিন।
– প্রয়োজনে শোল্ডার স্ট্র্যাপযুক্ত ব্যাগ বেছে নিন। অফিস ড্রেসের সঙ্গে তা খুবই ফ্যাশনেবল দেখাবে।
– অহেতুক একগাদা পকেট একেবারেই ভালো দেখায় না। আর অফিস ব্যাগে তো একেবারেই না। জিনিসপত্র রাখার জন্য যতটুকু প্রয়োজন, কম পকেটওয়ালা ব্যাগ বেছে নিন।
– অফিস ব্যাগের ক্ষেত্রে লেদার ম্যাটেরিয়ালই ভালো। যে কোনও পোশাকের সঙ্গে লেদারের ব্যাগ ভালো মানায়।
ফ্যাশন ট্রেন্ডের কথা মাথার রেখে চলতে হবে ঠিকই। সেজন্য ফ্যাশনে কিছু বদল আনতে হতে পারে। তবে তা কখনই নিজস্বতাকে বর্জন করে নয়। আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ব্যাগ বেছে নিন। অফিস বলে কথা, আপনার ইমেজ যেন খারাপ না হয়, সেদিকে খেয়াল রাখুন।
অফিসে যাওয়ার পারফেক্ট লেডিস ব্যাগ  অফিসে যাওয়ার পারফেক্ট লেডিস ব্যাগ Reviewed by Chef on 3:50:00 PM Rating: 5

No comments: